শনিবার ২৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে নৃশংস হত্যা, দাবি মতো পণের টাকা না মেলায় স্ত্রী-পুত্রকে খুন করল স্বামী

RD | ২৫ এপ্রিল ২০২৫ ২২ : ৫০Rajit Das


শ্রেয়সী পাল: স্বামী এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যদের দাবি মত পণের টাকা আনতে না পারায় এক মহিলা এবং তাঁর পনেরো মাসের পুত্র সন্তানকে খুন করে গঙ্গা নদীর জলে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায়।
 
বৃহস্পতিবার দু'জনের দেহ গঙ্গা নদী থেকে উদ্ধার হলেও গতকাল মৃতদের পরিবারের তরফ থেকে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। শুক্রবার সন্ধ্যা নাগাদ মৃত মহিলার পরিবারের তরফ থেকে লালগোলা থানায় খুনের একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লালগোলা থানার এক  আধিকারিক জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মৃত ওই মহিলার স্বামী আব্দুল রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম সাবিনা খাতুন (২১) এবং তাঁর শিশু সন্তান আরাফাত শেখকে (১৫ মাস) খুন করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে লালগোলা থানার চন্ডিপুর রাজারামপুর এলাকার বাসিন্দা সাবিনা খাতুনের সঙ্গে নশিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর সদর এলাকার বাসিন্দা জনৈক আব্দুল রশিদের বিয়ে হয়। 

সাবিনা খাতুনের মা মাসতুরা বিবি বলেন, "আমার মেয়ে পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর থেকে তার উপর বিভিন্ন অছিলায় আমার জামাই আব্দুল  রশিদ এবং তাঁর বাড়ির সদস্যরা অত্যাচার করত। গত কয়েকদিন ধরে আব্দুল আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবী করছিল। আমার আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মেয়েকে সেই টাকা দিতে পারিনি।"
 
তাঁর আরও অভিযোগ, "গত ২৩ তারিখের রাত্রি দশটা নাগাদ আব্দুল রশিদ, তার মা আলিরা বিবি এবং বোন আসমিনা খাতুন, আমার মেয়ে সাবিনাকে প্রচন্ড মারধর করে ওর নাবালক ছেলের সঙ্গে বার করে দেয়। তাঁরা বলেছিল আমি যদি তাদের দাবি মত টাকা দিতে না পারি তাহলে সংসার করতে দেবে না।'
 
স্থানীয় সূত্রের খবর এরপর থেকে সাবিনা এবং ছেলে আরাফাত শেখের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ স্থানীয় গঙ্গা নদীর ঘাটে  দু'জনের দেহ ভেসে উঠতে দেখেন এলাকার বাসিন্দারা। এরপর লালগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দু'টি কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন। 

মৃত ওই মহিলার মা দাবি করেন, "আমার সন্দেহ দাবি মতো পণের টাকা না দিতে পারায় আমার নাতি এবং মেয়েকে খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে বলা হয়েছিল ওরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। আমার মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে।"

লালগোলা থানার এক আধিকারিক জানান, শুক্রবার সন্ধ্যা নাগাদ মৃতের পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের রয়েছে। তার ভিত্তিতে ইতিমধ্যেই আব্দুল রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে দেহ দু'টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


MurshidabadMurshidabad MurderDowry

নানান খবর

নানান খবর

ভরসন্ধেয় আসানসোলে চলল গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ী ভর্তি হাসপাতালে

তীব্র গরম থেকে রেহাই, শিলাবৃষ্টিতে স্বস্তি ফিরল বাঁকুড়ায়

'কাশ্মীরে ২৬ পর্যটক আর কুম্ভমেলায় মৃত্যু হয়েছে ১০০ পুণ্যার্থীর, সংসদে আলোচনা চাই', আর্জি কল্যাণের

অনাথ আশ্রমে প্রয়াত মৌ রায়চৌধুরীর স্মরণসভা, গানে-কথায় শ্রদ্ধাজ্ঞাপন

দিঘার পর্যটন ব্যবসায়ে নতুন জোয়ার, জগন্নাথ ধামের উদ্বোধনে বাড়ছে পর্যটকদের ভিড়

চন্দননগরে আন্তর্জাতিক গণিত সন্মেলনের আয়োজন, উপস্থিত দেশ বিদেশের গণিতজ্ঞরা

একসঙ্গে বদলি করা হল মুর্শিদাবাদ জেলার দুই পুলিশ সুপারকে

সাতসকালে চা-বাগানের ভিতর ঢুকে পড়ল ভল্লুক, আতঙ্কে ঘুম উড়ল কর্মীদের

চুরি করতে গিয়ে গৃহকর্ত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে ধরে বেধড়ক মার স্থানীয়দের

ফ্ল্যাগ মিটিংয়ের পর এবার হয়তো মুক্তি মিলবে, আশায় দিন কাটছে পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ানের পরিবারের 

মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর, বড়সড় ঘোষণা ইউসুফ পাঠানের

ঘরে ঢুকেই শুরু অত্যাচার, প্রাণে বাঁচতে মদ্যপ ছেলেকে কুড়ুলের কোপ বাবার

চ্যাংমারিতে হরিণ শাবক উদ্ধার, দলগাঁও চা বাগানে দেখা মিলল চিতাবাঘের শাবকের

সঙ্গে নিয়ে আসতেন কাশ্মীরের বিভিন্ন ফল, পাথরঘাটা গ্রামে এখন শুধুই শোকের হাওয়া

অপেক্ষার প্রহর শেষ, মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ

সোশ্যাল মিডিয়া